বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু’চাঁদপুরে

বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে চাঁদপুরে । রবিবার দুপুরে মেঘনা নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।

স্থানীয় লোকজন জানান, দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চারজনকেই মৃত ঘোষণা করেন