তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মাতৃত্বকালীন ভাতা ‘জাঙ্গালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টরের ব্যাংক এশিয়া এজেন্ট শাখায় প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা প্রসাশনের সহযোগিতায় এবারই প্রথম জাঙ্গালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়া এজেন্ট শাখায় ১৬৫ জন ভাতাবোগী কে প্রথম কিস্তির ৯ হাজার ৬শ টাকা করে প্রদান করা হয়েছ।
এসময় উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা আখন্দ, দুলাল মিয়া, সফিকুল ইসলাম দর্জি, ফারুক খান, রোকন খান, শিরিন আক্তার, লাভলী আক্তার, হেলেনা অাক্তার প্রমুখ। এ সময় ব্যাংক এশিয়ার কালীগঞ্জ এরিয়ার দায়িত্বরত কর্মকর্তা নূর মুহাম্মদ বলেন-
সরকারের এটুআই এর সহযোগিতায় ব্যাংক এশিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে দেওয়াতে ভাতাভোগী ও সাধারন লোকজন সকল ব্যাংকিং যেমন টাকা জমা করা, উত্তোন করা, ডিপিএস করা, এফডিআর করা, এটিএম কার্ড ও চেক
বহি গ্রহণ করতে পারছে গ্রহক। হাতের কাছে ইউনিয়ন পরিষদে এমন একটি অনলাইন ব্যাংক থাকায় জনগনের অনেক সুবিদা হয়েছে। সাথে সাথে সরকারের তৃনমূলে ব্যাংকিং সুবিদা পৌছে দেওয়ার মিশনও সফলও হয়েছে।
Discussion about this post