মোহাম্মদ মহসিন খান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে আউশের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৯জুলাই),সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ নমুনা শস্য কর্তন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসাইন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়ারুল ইসলাম, ইসরাত জাহান ও ছরোয়ার হোসাইন।
নাগরপুর উপজেলা কৃষি অফিসের প্রচেষ্টায় আউশ আবাদের মাধ্যমে ২ ফসলি জমিকে ৩ ফসলি করা হয়েছে।যে জমিতে আগে শুধু মাত্র বোরোধান ও আমন ধানের আবাদ হতো সেখানে এখন ভুট্টা, আউশ ধান, আমন ধানের আবাদ হচ্ছে।
কৃষক বুদ্ধু মিয়া বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় আজ আমি ২ ফসলের পরিবর্তে ৩ ফসল পেয়েছি।ফলে আমি অার্থিকভাবে লাভবান হয়েছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস বলেন, এবছর নাগরপুরে প্রায় ১৬০ একর জমিতে আউশ আবাদ হয়েছে। আগামীতে এর আবাদ বৃদ্ধি করতে যাবতীয় পদক্ষেপ হাতে নিয়েছি, আউশ আবাদ কৃষকের মুখে হাসি নিয়ে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।