তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়নের আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনা কমিটির আহ্বায়ক জাতীয় বীর শহীদ মো: ময়েজউদ্দিনের ছোট ভাই মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার
মো. তমিজউদ্দিন গত বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী…… রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ৯০ বছর। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি’র চাচা।
কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে শুক্রবার (১০ জুলাই) বাদ অাছর নিজ বাড়ীতে তার নামাযে জানাযা অনুষ্টিত হয়। জানাযা শেষে লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম মো. তমিজউদ্দিনের মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আবু বকর, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদুল আলম খান,
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তোরণ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এস.এম রবিন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামসহ অনেক গুণীজন গভীর শোক প্রকাশ করেন।
Discussion about this post