রেবেকা সুলতানা পলি। স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। কিন্তু কোন এক অশুভ শক্তি তার স্বপ্নকে জীবন থেকে চিরকালের জন্য বিদায় করে দিল। চট্টগ্রামে নগরের বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহরে বাসা থেকে রেবেকা সুলতানা পলি নামের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে হালিশহরের কুড়িপুকুর পাড় এলাকার খান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত রেবেকা সুলতানা পলি (১৩) মা ছকিনা বেগম সিইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাবা ফিরোজ খানমালয়েশিয়ান প্রবাসী। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবার পলির মায়ের দাবি ভবনের মালিক করছে, ওই ছাত্রীকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।পলির ভাই রাসেল রানা করুন কন্ঠে জানান, “বড় আদরের ছোট বোন যেই বোনকে একটি ফুলের টোকা দেই নাই তার গায়ে আজ ছুড়ি চলবে।এক পাষণ্ড নর পিশাচ এর লালসার শিকার হয়ে আজ দুনিয়া থেকে চিরবিদায়”। তিনি আরো বলেন, “আজ ন্যায় বিচার হেরে যাচ্ছে টাকার কাছে”। অপরাধীর অর্থবিত্ত থাকার কারনে এই হত্যা কে আত্মহত্যা হিসেবে চালানোর পায়তারা চলছে”। তিনি তার বোনের হত্যাকারীর উপযুক্ত বিচার দাবী করেন। এদিকে পলির হত্যার প্রতিবাদে গতকাল আহমদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্ত্রীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে। এতে বিদ্যালয়ের শিক্ষকেরাও অংশগ্রহণ করে হত্যাকারীদের দৃষ্টান্তমুলুক শাস্তির দাবী জানান।