নাগরপুরে দুর্গম চরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

মোহাম্মদ মহসিন খান নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দুর্গম চরে বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।

আকস্মিক যমুনা ও ধলেশ্বরীর পানি বৃদ্ধিতে পরিবার পরিজন ও গৃহপালিত পশু পাখি নিয়ে বিপদে পরে চরাঞ্চলের মানুষ।

জমিতে রোপণ করা শস্যও ঠিকমত ঘরে তুলতে পারেনি কৃষক। চরাঞ্চলের জমিতে পাট, তিল সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। ফলে অসহায় হয়ে পড়েছে কৃষি নির্ভর পরিবার গুলো।

হটাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে সাধারণ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এসকল বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বন্যার্তদের খাবার ও নিরাপদ আশ্রয়ের সুব্যবস্থা করছে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ জুলাই) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কামুটিয়া,পাইকশা মাইঝাল,নিশ্চিন্তপুর এলাকায় বন্যার্তদের মাঝে প্রায় ২০০টি অসহায় পরিবারের কে চাল,ডাল সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা উপজেলা প্রশাসনের পক্ষে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করছি।

এভাবে উপজেলার ১২ টি ইউনিয়নেই অসহায় বন্যার্তদের জন্য সরকারী সাহায্য পাঠানো হয়েছে । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দপ্তিয়র ইউপি চেয়ারম্যান ফিরোজ সিদ্দিকী,আ’লীগ নেতা হাসেম মিয়া,ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ