তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া-দুবরিয়া রাস্তার ৫ কিলোমিটার মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
সোমবার (২০ জুলাই) দুপুরে এলজিইডি গাজীপুর এর বাস্তবায়নে প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যায়ে উপজেলার জাংগালিয়া-দুবরিয়া (বাল্লারটেক) রাস্তা চেইঃ ০০-৫২২০ মিটার মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, এইচ.এম. আবু বক্কর চৌধুরী, সাংগঠনিক সম্পাক মোশারফ হোসেন প্রধান,
দপ্তর সম্পাদক হযতর আলী মাস্টার, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, অর্থ সম্পাদক শরিফ হোসেন খান কনক, ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ
সম্পাদক শ্যামল চন্দ্র পাল, প্যানেল চেয়ারম্যান- দুলাল মিয়া প্রমুখ। অপরদিকে একই দিনে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলকায় সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় কালীগঞ্জ পৌরসভায় মানবিক সহায়তা কর্মসূচীর
আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্যা ও অন্যান্য দূর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি এবং পরিবারকে ১০ কেজি করে ৩ হাজার ২শত দরিদ্র পরিবার মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।