তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলা নম্বর-২৩। সোমবার বিকেলে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে থানার উপ পরিদর্শক ফরিদ মিয়া ও এ. এস.আই ওমর ফারুক তাদের সংঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাকিল মোল্লা, আসাদ মিয়া ও বুরুজ মিয়াকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার করিম মোল্লার ছেলে সাকিল মোল্লা, বড়গাঁও ভিটিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে আসাদ ভুইয়া, চাঁনমিয়ার ছেলে মোঃ বুরুজ মিয়াকে গাজীপুর আদালতে প্রেরণ করেন কালীগঞ্জ থানা পুলিশ। পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
Discussion about this post