হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থাকা চার্জার লাইটের ভেতর থেকে ১৩০টি সোনার বার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। আজ সকাল ৯টার দিকে কাস্টমস কর্মকর্তারা বিপুল পরিমাণ এই সোনা জব্দ করেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। স্বর্ণের বার জব্দের পর জয়নাল আবেদীন নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা জয়নালকে হেফাজতে নিই। তার একটি লাগেজ তল্লাশি করি। সেখানে ৬টি চার্জার লাইটের ভেতরে স্বর্ণের বারগুলো পাই।
তিনি আরও জানান, জব্দ স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা।