মোহাম্মদ মহসিন খান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নাগরপুরের ১২ টি ইউনিয়নের কর্মরত বিভিন্ন দফাদার ও মহল্লাদারদের মাঝে ৩৬ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৬ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম উপজেলা চত্বরে এ বাইসাইকেল বিতরণ করেন।
বাইসাইকেল বিতরণ কালে তিনি বলেন, গ্রাম এলাকায় বিভিন্ন সময় জনগণের প্রয়োজনে যোগাযোগের মাধ্যম হিসাবে দফাদার ও মহল্লাদাররা এই বাইসাইকেল টি ব্যবহার করে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের গতি বাড়বে পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার জন্য যুগোপযোগী ভূমিকা রাখতে পারবে।
এ সময় নাগরপুর সদর ২ টি, সহবতপুর ২, গয়হাটা ৩ টি, মামুদনগর ৩ টি, বেকড়া আটগ্রাম ৪ টি, ধুবড়িয়া ৩ টি, পাকুটিয়া ৩ টি,সলিমাবাদ ৩ টি, মোকনা ৩ টি, ভাদ্রা ৩ টি, ভারড়া ৩ টি এবং দপ্তিয়রে ৪ টি সহ মোট ৩৬ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ