নাগরপুরে মাল্টিমিডিয়া ইলেকট্রনিকস পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

মোহাম্মদ মহসিন খান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় নাগরপুর বাসী প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নাগরপুর বাজার মাল্টিমিডিয়া ইলেকট্রনিকস এর কর্ণধার মো.হাবিবুর রহমান হাবিব।

 

তিনি বলেন, সারা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদুল -আযহা আমাদের দ্বারে সমাগত।

 

এমতাবস্থায় আমি মো. হাবিবুর রহমান হাবিব, নাগরপুর মাল্টিমিডিয়া ইলেকট্রনিকস এর পক্ষে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নাগরপুরের সবার প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি, “ঈদ মোবারক”।

 

এবার ঈদে মাল্টিমিডিয়া ইলেকট্রনিকস পক্ষ থেকে থাকছে “যমুনার ঈদ ধামাকা অফার,” ১মপুরস্কার :মোটরসাইকেল,২য়পুরস্কার :৫৬” এলইডি, ৷৷৷৷ ৩য় পুরস্কার :গোল্ড নেকলেস এছাড়াও রয়েছে শত শত পুরস্কার।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব ঈদের চেয়ে অন্যরকম।

 

তিনি আরো বলেন, ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা সরকারের দেওয়া সকল নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করা হইলো। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ