তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অাগস্ট) দুপরে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক এর সভাপতিত্বে উপজেলার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা করেন উপজেলা প্রশাসন ।
১৫ আগস্ট সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে। বঙ্গবন্ধু ও তার পরিবারের মাগফিরাত কামনা করে উপজেলার সকল মসজিদে জোহর নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, হাম-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৫ আগষ্ট সকাল ৭ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট সকাল ১১ টার দিকে উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই দিন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, ছাদেকুর রহমান আকন্দ, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু নাদির এস এ সিদ্দিকী, উপজেলা
মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা সমবায় অফিসার ফারজানা মির্জা, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুদ্দীন আহমেদ,
মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তোরণ, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু প্রমুখ।
Discussion about this post