সাকিব টি-টোয়েন্টি একাদশে সর্বকালের সেরা ক্রিকট্রেকার

দিল্লিতে ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে ‘১০০০’ ছুঁয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। হাজারতম ম্যাচের পর ভারতের জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকট্রেকার সেরা টি-টোয়েন্টি একাদশ বাছাই নির্বাচন করেছে।

গত ১৫ বছর ধরে কুড়ি ওভারের ক্রিকেটে ব্যাটে-বলে রাজত্ব করছেন এমন খেলোয়াড়দেরই একাদশে রেখেছে ক্রিকট্রেকার। যাতে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাকিব আল হাসান।

২০০৯ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন পাকিস্তানের সর্বাধিক ৩ ক্রিকেটার রয়েছেন ক্রিকট্রেকারে একাদশে। তারা হলেনÑ অলরাউন্ডার শহীদ আফ্রিদি, পেসার উমর গুল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

২০০৭ বিশ্বকাপজয়ী ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা স্থান পেয়েছেন। ২০১২ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে রাখা হয়েছে একাদশে