তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করেছেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
সোমবার (১০ আগস্ট) দুপুরে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই শ্লোগানকে সামনে রেখে। কালীগঞ্জ উপজেলা চত্বরের শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে। কালীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই
মেশিন বিতরণ করা হয়েছে। উক্ত সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আ’লীগের সাধারণ
সম্পাদক আবু বকর চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি এস.এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাই মিনুল ইসলাম লিকন প্রমুখ।