নাগরপুর(টাংগাইল) উপজেলা প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক মোঃকবির হোসেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকীর এবছর যথাযোগ্য মর্যাদায় পালন করার ইচ্ছে থাকলেও করোনা নামক ভাইরাসের কারনে তা সীমিত আকারে পালিত হচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতি ও আর্দশকে বুকে ধারন করে আমরা মুজিবসেনারা সামনে এগিয়ে চলছি।
শোকের মাস আগষ্ট, আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের নৃশংস হত্যাকান্ডের কথা মন থেকে মুছে ফেলতে পারছি না।
বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের যারা ঐ দিন ঘাতকদের গুলিতে শহিদ হয়েছেন আল্লাহ্ তাদের কে নিশ্চয়ই জান্নাত বাসি করবেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সকলের সু স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।
আল্লাহ্ হাফেজ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।