মোহাম্মদ মহসিন খান,নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:: নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলে নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও পরে স্থানীয় সাংসদের পক্ষে ফুল প্রদান করেন।
এসময় বাংলাদেশ পুলিশ, নাগরপুর থানা পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবাবের শহীদদের স্মরণে ও রুহের মাখফেরাত কামনাসহ ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ, যুবদের মধ্যে ঋণ বিতরণ ও শাররীক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুক্তিযোদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে।
Discussion about this post