মোহাম্মদ মহসিন খান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইঝাইল গ্রামের ৯ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা লাল মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন। আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) মুক্তিযোদ্ধা লাল মিয়া টাংগাইল সদর হাসপাতালে ভোর ৫টার সময় ইন্তেকাল করেন। তাঁর জানাযার নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর। এ সময় সলিমাবাদের বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা লাল মিয়া রোজ মঙ্গলবার বার ১৮ আগষ্ট ভোর ৫ঃ০০টায় টাংগাইল সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম মুক্তিযোদ্ধা লাল মিয়ার ৮জন ছেলে,মেয়ে, স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।