তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অাগস্ট) বিকেলে সাওরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে মোক্তারপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
মোক্তারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি মোক্তারপুর ইউনিয়ন অা’লীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, বিশেষ অতিথি- সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর
মুক্তিযোদ্ধা বজলুর রহমান, সাবেক সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বাবু সতীশ চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বসুন চন্দ্র দাস, সাবেক ব্যাংক ম্যানেজার শামসুল আলম, আ’লীগ নেতা আবু বকর সিদ্দিক পালোয়ান, সামসুজ্জামান শেখ, জামিল ওয়াহেদ মুহিত, সেলিম শেখ প্রমুখ।
Discussion about this post