তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরে হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর রেলগেট সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে ২ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১ লিটার
তেল ওই সব অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এই সময় হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মালিহা তাসমিম মিলি, তাবাসসুম ইসলাম রুমানা, তানজিলা আক্তার, ফারহান শাহরিয়ার ফয়সাল, কাউছার হোসেন, আশিকুর রহমান আশিক, মাহফুজুর রহমান মাহফুজ ও সুমাইয়া আক্তার প্রমুখ।
Discussion about this post