দিনাজপুর,ঘোড়াঘাট ইউএনও’র উপর হামলার প্রতিবাদে নাগরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মোহাম্মদ মহসিন খান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের সুযোগ্য কন্যা ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রধান গেইট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন বলেন, মানববন্ধনে নির্বাহী অফিসারের উপর হামলার সাথে জড়িতে ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এদেশে এখনও মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিরাপদ নয়। এটা আমরা মুক্তিযোদ্ধারা কোন ভাবেই মেনে নিতে পারছি না। আমরা মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই, দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক ডেপুটি

কমান্ডার এম এ মতিন ছামী সহ বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পোদ্দার ও উপজেলার ১২ ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আজিজুল হক বাবু, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন তান্নাসহ উপজেলার ইউনিয়ন নেতৃবৃন্দ।