৯৭১ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জন নগরের ও ১৮ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭৬৪৪ জন।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনায় কারও মৃত্যু হয়নি
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৫৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৬ জন; এর মধ্যে ১৯১ জন নগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।
Discussion about this post