তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল খেলারত অবস্থায় বজ্রপাতে নাদিম খান (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়াগ গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে। নিহত ওই কিশোরের বাড়ী কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের রুহুল আমিন খানের ছেলে। সে কাউলিতা এস.এম আইডিয়াল স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী।
জাংগালিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আজাফর খান জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে গাজীপুর শহীদ বরকত স্ট্রেডিয়ামে ফুটবল অনুশীলন করতে গেলে হালকা বৃষ্টি শুরু হয়।
কিছুক্ষণ পর অনুশিলন চলাকালীন সময় মাঠে বজ্রপাতে গুরুতর আহত হয় নাদিম। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দি আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post