তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মুফতি আলাউদ্দিন জিহাদীকে য়ড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করায় নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কালীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সোনালী ব্যাংক মোড়ে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিশ্ব জাকের মঞ্জিল, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলার ৭টি যৌথ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত’র উপজেলা সভাপতি মাও মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক মাও. মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-
জাকের মঞ্জিল (আটরশি)’র কর্মী গ্রুপের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কালীগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদ, রেজাউল করিম ভূইয়া, আলী হোসেন ভূইয়া খোকন, আবু তাহের, আলমগীর খান, সালাহ উদ্দিন খান, সোহরাব হোসেন, মোজাম্মেল হক, কাজী জাকির হোসেন মোল্লা, সুপারিনটেনডেন্ট আব্দুল মান্নান জেহাদী প্রমূখ।
সমাবেশে বক্তাগণ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে য়ড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীসহ দেশের হক্কানী ওলামায়ে কেরামদের সুরক্ষার দাবী জানিয়েছেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মাও. সাইফুল ইসলাম, রেজাউল করিম ডাক, প্রফেসর শাহীন মিয়া, এনায়েত মিয়া, মাহবুবুর রহমান, শাফায়াত হোসেন, ইয়াকুব আলী ফকির, আব্দুল হান্নান মাষ্টারসহ উপজেলার বিভিন্ন দরবার শরীফের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।
Discussion about this post