তৈয়বুর রহমান, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে র্পচা জালিয়াতি অভিযোগে বার্নাট রোজারিও নামের এক প্রতারককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।
বুধবার দুপুরে উপজেলা ভুমি অফিসে মিসকেস শুনানির সময় নিবার্হী ম্যাজিষ্ট্রেট’র নিকট ভুয়া কাগজপত্র ও র্পচা মাধ্যমে জমি আত্মসাতের পায়তারা করার অভিযোগে তুমুলিয়া ইউনিয়নের পিপড়াসুল গ্রামের এডমিন রোজারিওর ছেলে বার্নাট রোজারিও (৬৫)নামের এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার।
ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার ঘটনার সততা স্বীকার বলেন-
র্পচায় তার নিজ ইচ্ছেমত জমি অংশ লিখে অপরের জমি আত্মসাতের পায়তার করার অভিযোগে ১৮৬০এর ৪০৩ ধারা মোতাবেক টাউন আইনে ওই প্রতারককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
Discussion about this post