আমার সংবাদ সম্পাদকের বাবার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের শোক প্রকাশ

নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের শীর্ষস্থানীয় অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক ‘আমার সংবাদ’ এর সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার পিতা মোঃ ছাব্দার আলী মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী আনন্দ বাজার পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার হঠাৎ ছাব্দার আলী মোল্লার বার্ধক্যজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে নেয়া হচ্ছিলো। কিন্তু তার আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু-ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিটের সভাপতি -মোঃ সিরাজ আল মাসুদ। তিনি বলেন, আমার সংবাদের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার পিতা ছাব্দার আলী মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তাঁর রুহের মাগফিরাত কামনা করি। মরহুমের আত্বার শান্তি কামনায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সহ-সভাপতি ফরহাদ হোসেন ডেবিট, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ কবীর হোসেন, প্রচার সম্পাদক শাহিদুর রহমান স্বপন, কোষাধক্ষ্য মহসিন খান, সদস্য মহিদুল ইসলাম রাশেদ ও শরিফুল ইসলাম বাবু নজরুল ইসলাম প্রমুখ