তৈয়বুর রহমান, কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে রপ্তানী মূখি কাভার্ড ভ্যান থেকে অভিনব কায়দায় মাল নামানোর সময় পুলিশের নিকট হাতে নাতে গাড়ীর হেলপারসহ ৩ জন আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে।
রোববার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। সাভার ইপিজেট থেকে গার্মেন্টস সামগ্রী নিয়ে বিদেশে রপ্তানীর উদ্যেশ্যে চট্রগ্রাম গামী কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ট- ১৬-৮৫৩৯)ঢাকা বাইপাস মহাসড়কের শনিবার রাতে কালীগঞ্জ গলান এলাকায় পতিত একটি মুরগীর ফার্মের পাশে গাড়ীটি থামিয়ে গেটের সিলগালা তালা ঠিক রেখে ওই কাভার্ড ভ্যান থেকে প্যান্টি ও ব্রা’র
৩০-৩৫ কার্টুন বক্স অভিনব কায়দায় নামানো হয়। ওই সময় উলুখোলা ফাড়িঁর টহলরত পুলিশ ভ্যানের অফিসার চ্যালেঞ্জ করলে গাড়ী চালক দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফাড়িঁর ইনর্চাজ রেজাউল করিম ৩ চোরসহ কাভার্ডভ্যানটি আটক করেন। আটককৃতরা হলেন- মৌলভী বাজার এলাকার আব্দুল
কুদ্দুসের ছেলে হেলপার সাইফুল ইসলাম, চাদঁপুর জেলার বিষ্ণপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে হাসান আলী ও চট্রগ্রামের মোঘলটুলি এলাকায় হাতেম আলীর ছেলে নাসির। এ ব্যাপারে উলুখোলা ফাড়িঁর ইনচার্জ রেজাউল করিম জানান, গাড়ী থেকে মালামাল নামানোর সময় বিষয়টি সন্দেহ হলে চ্যালেঞ্জের মুখে গাড়ী চালক কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে হেলপারসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে কালীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। রোববার বিকেলে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।