কালীগঞ্জে জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেহের আফরোজ চুমকি এমপি।

রবিবার (১১ অক্টোবর) সকালে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ ৬৪ হাজার ৭৪২ টাকা ব্যায়ে জাংগালিয়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ শ্যামল পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন

প্রধান, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দর্জি, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এ্যাড. স.ম জাহাঙ্গির আলম, উপজেলা ছাত্রলীগের

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক নাঈম, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আজাফর খান প্রমুখ।