নাগরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোহাম্মদ মহসিন খান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে প্রসাসন আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বলেন, এখন দেশে করোনা মহামারী চলছে। সরকারী বিধিনিষেধ সবাইকে জানানো হয়েছে।

সবাই বিধিনিষেধ মেনে চলুন। পূজোর আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের ঘরে ঘরে এ প্রত্যাশা রইল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সামিনা বেগম শিপ্রা, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীবৃন্দ