নাগরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ মহসিন খান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ” বন্ধ হোক নারী নির্যাতন-নিশ্চিত হোক দেশের উন্নয়ন ” এ স্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১২ টি ইউনিয়নে থানা পুলিশ সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী এ সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে। সমাবেশে বক্তরা বলেন, একটি দেশ বা জাতি তার সমাজের অর্ধেক অংশ নারীকে থামিয়ে দিয়ে উন্নত হতে পারে না। নারী যত্ন করে, তাদের মনে সাহস দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নারীকে,তার কাজকে সম্মান
জানাতে হবে। এসময় তারা ধর্ষণের কারন হিসাবে সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতা, ধর্মীয় অনুশাসন না মেনে চলাকে দায়ী করেন। এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ সহ প্রত্যেক বিটের দায়িত্ব প্রাপ্ত সকল পুলিশ সদস্য, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ, সুশীল সমাজ, শিক্ষকগণ,সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।