তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সুস্থ আছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা করছেন।
রোববার (১৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য মো. রাশেদুল ইসলাম রাসেল।
তিনি জানান, করোনা সংক্রমিত হলেও তথ্যমন্ত্রী স্রষ্টার কৃপায় বর্তমানে সুস্থ আছেন। স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. রায়হান রব্বানীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ আলমও নিয়মিত খোঁজ খবর রাখছেন। দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত শুক্রবার রাতে তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানিয়েছিলেন তিনি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।
উল্লেখ্য করোনার শুরু থেকে সরকার ও দলের বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে সক্রিয় অংশ গ্রহণ ছিল তথ্যমন্ত্রীর। এমনকি নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলেন তিনি।
Discussion about this post