হাটহাজারীতে তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি”র সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া-মাহফিল।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি’র কোভিড-১৯ তথা করোনা ভাইরাস হতে আশু
রোগমুক্তি ও দীর্ঘায়ুর কামনায় খতমে কোরআন ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম রাসেল।
শনিবার হাটহাজারী উপজেলার আমীনুল হক ফরহাদাবাদী দরগার আয়োতাধীন মাদ্রাসার শিক্ষার্থীরা এই খতমে কোরআনে অংশগ্রহণ করেন।
মোনাজাত পরিচালনা করেন বড় শাহজাদা জনাম সৈয়দ মোক্কামেল হক। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এস এম মহিন উদ্দীন, আব্দুল মান্নান সুমন, মোরশেদুল আলম, তানভির ইভান, শেখ সুমন্সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গতকাল সন্ধ্যায় অসুস্থ বোধ করলে মন্ত্রী মহদয়কে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং কোভিড-১৯ টেস্ট করালে তা পজিটিভ আসে।
তথ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজ হতে একটি পোস্টে তাঁর করোনা পজিটিভের কথা জানান ও সকলের কাছে দোয়া চান সাথে তিনি সুস্থ আছেন বলেও সকলকে আশ্বস্থ করেছেন।