উচ্চ আদালতের আদেশ অমান্য করে শেরশাহ বাজার উচ্ছেদের অভিযোগ। চট্টগ্রামের শেরশাহ এলাকার রাস্তায় দুই পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা তিন শতাধিক দোকান ভেঙে দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।
তবে, কোনো ধরনের নোটিশ না দিয়ে এ উচ্ছেদ চালানো হয়েছে বলে অভিযোগ দোকান মালিকদের।
রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযান পরিচালনা করেন ।
মারুফা বেগম নেলী জানান, অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাত পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার দাবী, সব নিয়ম মেনে চালানো হয়েছে উচ্ছেদ অভিযান।
চোখের সামনে নিজের দোকান ভেঙে ফেলতে দেখে ও মালামাল বের করতে না পারায় কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, তাদের উচ্চ আদালতের স্থগিত আদেশ রয়েছে আগামী মার্চ মাস পর্যন্ত। তারা হোল্ডিং ট্যাক্স দিয়ে ট্রেড লাইসেন্স সহকারে ব্যবসা করে আসছিলেন।
তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগও আছে। উচ্ছেদের আগে তাদের নোটিশ দেয়া হয়নি। হঠাৎ করে উচ্ছেদ করায় দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।
সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে স্থগিত আদেশ দেখালে তিনি তা মানতে নারাজ। তবে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, উচ্ছেদের বিষয়ে দোকান মালিকদের অবগত করা হয়েছে।
Discussion about this post