তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পুজামন্ডপে উৎসাহ ও উদ্দীপনায় দুর্গোৎসব আয়োজনের লক্ষ্যে বরাদ্ধকৃত সরকারী অনুদানের নগদ টাকা প্রদান করেন।
কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে দেওপাড়ায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে।
নির্বাচনী এলাকার ০৯ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভার মোট ৫৫ টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রতি পূজামন্ডপে বরাদ্ধকৃত নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিকের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতি
মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী বশির, জামালপুর
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান (ফারুক মাষ্টার) কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেনসহ পূজা উজ্জপন কমিটির ও পূজা মন্ডল কমিটির নেতৃবৃন্দ।
Discussion about this post