নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সুরঞ্জিত কুমার রায় বিপিএম।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে উপজেলার হিন্দু নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন শীর্ষক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন ও টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলেদেন।
এ সময় তিনি বলেন, বারো মাসে তের পার্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলিত থাকলেও শারদীয়া বা দূর্গা পূজাই বেশি আনন্দ উৎসবের মাধ্যমে পালন করা হয়। এ দেশে ধর্মীয় সম্প্রীতি ফুটে উঠে দূর্গাপূজাতে।
যারা এ দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সংখ্যায় অল্প। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে সতর্ক রয়েছে। পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ অত্যন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। পূজা মন্ডপে কোনো অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে টাঙ্গাইল পুলিশ সদা প্রস্তুত। আমি ব্যক্তিগত ভাবে কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছি না। এ সময় টাঙ্গাইল পুলিশ সুপার ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আলম চঁাদ, নাগরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) বাহালুল খান,উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
Discussion about this post