তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ১ টি পৌর ও ৭ টি ইউনিয়নে একযোগে ফ্রান্সে মহানবী সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অপমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ কওমি ওলামা, ইমাম পরিষদের উদ্যোগে আওড়াখালী বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে কয়েক হাজার ইমাম, ওলামা ও সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। সভা শেষে আওড়াখালী বাজার হইতে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর চৌরাস্তায় মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় বক্তারা ফরাসী পণ্য বর্জনের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিচার দাবি জানান।
সমাবেশে ইমাম ওলামা পরিষদের সভাপতি মুফতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও কালীগঞ্জ ইমামা পরিষদের সহ-দপ্তার সম্পাদক মুফতি জাকারিয়া বিল্পবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলন কালীগঞ্জ ইমাম পরিষদের মহা সচিব হাফেজ মাও. রুহুল আমিন গাজীপুরী, এ সময় আরো বক্তব্য রাখেন মাও. আব্দুল মতিন, মুফতি
আলী আহমাদ ফরাজী, মাও. মুফতি ইয়াছিন আহমেদ নাঈম, মাও. মুখলেসুর রহমান আশ্রাফী, মাওঃ কামরুল ইসলাম গাজীপুরী, মাও. আশরাফুল ইসলাম, মাও. আঃ ছালাম সেলিম, মাও. মুফতি সাইফুল ইসলাম, মাও. মুফতি শরিফুল ইসলাম, মুফতি ফাহিম বিন কাছিম, হাফেজ মাও. আবু হানিফ, হাফেজ মাও. শাহ আলম, হাফেজ মাও. মাছুম, হাফেজ মাও. নাঈম শেখ প্রমুখ।
Discussion about this post