নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি “মুজিববর্ষের মূলতন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি থানা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনসহ নাগরপুর কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।