তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ “মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিনিটি পুলিশ সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা পুলিশের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামে এক আলোচানা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হকের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এ.কে.এম তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম জহিরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া) সার্কেল পঙ্কজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (অব:) আব্দুল মান্নান, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (দুলাল), মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম (তোরণ),
কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, পৌর আ’লীগের সভাপতি এস.এম. রবিন হোসেন, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক (মাস্টার)
Discussion about this post