নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে
নিহতরা হলেন দেলদুয়ার থানার জালালিয়া গ্রামের আঃ বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮),
টাঙ্গাইল সদর থানার আঃ মান্নানের মেয়ে মমতা হিয়া সুকর্না (১৮) ও মোটরসাইকেল চালক টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।
থানাসূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টায় নাগরপুর উপজেলার ভাটপাড়া মোড়ে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে ও ঘাতক ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান বলেন, রাত আনুমানিক ১২ টার সময় দূর্ঘটনা কবলিত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তারা প্রায় ঘন্টাখানিক আগেই মৃত্যুবরন করেছে।
Discussion about this post