সংনাগরপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখিঘর্ষ ; নিহত ৩

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে

নিহতরা হলেন দেলদুয়ার থানার জালালিয়া গ্রামের আঃ বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮),

টাঙ্গাইল সদর থানার আঃ মান্নানের মেয়ে মমতা হিয়া সুকর্না (১৮) ও মোটরসাইকেল চালক টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।

থানাসূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টায় নাগরপুর উপজেলার ভাটপাড়া মোড়ে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে।                                                                                                                                          পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে ও ঘাতক ট্রাক                                                               জব্দ করে থানায় নিয়ে আসে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান বলেন, রাত আনুমানিক ১২ টার সময় দূর্ঘটনা কবলিত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তারা প্রায় ঘন্টাখানিক আগেই মৃত্যুবরন করেছে।