তৈয়বুর রহমান, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে আল-মিফতা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ছানিয়া আক্তার এর উপর পাশবিক নির্যাতন, ধর্ষণ ও মাদকের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আজমতপুর-ইটাখোলা আঞ্চলীক মহাসড়কের নোয়াপাড়া চৌরাস্তায় মোক্তারপুর ইউনিয়ন তৌহিদী জনতার উদ্দ্যোগে মানববন্ধন করা হয়েছে।
মানব বন্ধন থেকে বক্তারা নরপশু ধর্ষক মুজিবুরের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মতিউর রহমান গাজীপুরি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতী নাসির উদ্দিন খানসহ এলাকার ওলামায়ে কেরামগন।
এ সময় বক্তারা পাঁচ দফা দাবী তুলে বলেন, ধর্ষক মুজিবুরের ফাঁসি রায় প্রদান, সমাজ থেকে মাদক নির্মূল, এলাকায় রির্সোটের নামে যৌনতা ও ইভটিজিং বন্ধ এবং সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করার দাবী জানান।
Discussion about this post