তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভাইয়া বেডিং ষ্টোরের তুলার গোডাউনে আগুন লেগে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সুত্রে জানাযায়, রোববার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসভার মিলগেইট উত্তর ভাদার্তী এলাকায় ভাইয়া বেডিং ষ্টোরে আগুন লাগে ।
এ ব্যাপারে কালীগঞ্জ ফ্যায়ার ষ্টেশনের ইনচার্জ আব্দুল হালিম জানান, খরব পেয়ে ষ্টেশনের কর্মরত সানোয়ার, আল আমিন, কারুক, রাকিব ও নাসির দ্রæত ঘটনাস্থলে যাই। পরে কালীগঞ্জ ও পলাশ ফায়ার সাভির্সের দুই ইউনিট প্রায় ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারানা করা হচ্ছে।
তবে সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছতে না পারলে আশে-পাশের বেশ কয়েটি দোকান ভস্মীভূত হতো। গোডাউনের মালিক মোস্তফা জানান, গোডাউনে আগুন লেগে লেপ-তোষক, ২টি সেলাই মেশিন, ১টি টিভি, বডিংয়ের কাপড় ও তুলাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়েঁ ছাই হয়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা আমার জানা নাই।
Discussion about this post