তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে শনিবার সকলে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওযে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
এসআই শাহ আলম জানান, টঙ্গী-ভৈরব রেল সড়কে কালীগঞ্জের বালীগাঁও ফকিরবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের দেহ কয়কটি টুকরো হয়ে গেছে। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post