তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবসে নানা কর্মসূচি উদযাপন ও সাংগঠনিক কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, সদস্য মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, অ্যাড. মাকসুদ-উল আলম, তাসলিমা রহমান লাভলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম তোরণ,
আব্দুল আজিজ আকন্দ, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পদক মোশারফ হোসেন প্রধান, দপ্তার সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার সম্পাদক- মবিন খান উজ্জ্বল, অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।
Discussion about this post