তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গায় গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) বিকাল উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্ত্বরে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এড,আশরাফী মেহেদী হাসান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী,
জেলা আ’লীগ সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের যুগ্ম- সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ আল-আমীন খান, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম কনক,
পৌর আ’লীগ সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, যুব-মহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ হাসান প্রমুখ।
Discussion about this post