আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২০ সম্পন্ন।

মাসুদ লতিফ, চট্টগ্রাম প্রতিনিধিঃ মুক্তখবর24.কমঃ  আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২০ সম্পন্ন। গত ১০ ডিসেম্বর ২০২০ সন্ধা ৬ টায়। সেঞ্চুরি টাওয়ার আগ্রাবাদ।

দুর্নীতি নিবারন সহায়ক সংস্থা চট্টগ্রাম জেলার কার্যকরি  কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাথেন চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আফসারুল হক।

শিক্ষা ও গবেষনা সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক মোঃ তাছলিম উদ্দিন ও চট্টগ্রাম জেলা কমিটির সম্বণয়ক মোঃ রেজাউল করিম (রাকিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উওর জেলা ও মহানগরের জাতীয় মানবাধিকার কাউন্সিলর এর সভাপতি এ.বি.এম আরিফুজ্জামান প্রিন্স।

দুর্নীতি নিবারন সহায়ক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি  সাবেক দায়রা জজ জসিম উদ্দিন ভূইয়া। তিনি শারীরিক ভাবে অসুস্থ । সবার কাছে দোয়া কামনা করেন। উক্ত অনুষ্ঠানের সবাই তার সুস্থতার জন্য  মোনাজাত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্টানটি পরিচালনা করেন দুর্নীতি নিবারন সহায়ক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন সিকু।