তৈয়বুরর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও “জাতীর পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের নেতৃত্বে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে উপজেলা পরিষদের চত্বর হতে এক প্রতিরোধ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় পরিষদের চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক সমাবেশে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর,
ওসি (অপারেশন) মো. মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিনসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ
Discussion about this post