আকমাল হোসেন, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ নজিপুরে দেশ মটরস্ধসঢ়; এর উদ্বোধন
হিরোর দেশ বাংলাদেশ এই
শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড
এলাকার পবিত্র সুপার মার্কেটে রবিবার নিলয়-হিরোর অনুমোদিত ডিলার দেশ মটরস্ধসঢ়;
এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উক্ত শো-রুমের ফিতা কেটে উদ্বোধন করেন অবসর প্রাপ্ত প্রবীন-শিক্ষক বরুন চন্দ্র
মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল
হামিদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, হিরোর বগুড়া অঞ্চলের
রিজিওনাল ম্যানেজার পার্থ সরকার, রিজিওনাল আফটার সেলস ম্যানেজার নয়ন হোসেন,
টেরিটোরি ম্যানেজার (সেলস) কামরুল ইসলাম, টেরিটোরি ম্যানেজার (সার্ভিস)
দেবব্রত বিশ্বাস, নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির- সাধারন সম্পাদক এজেড
মিজান, শিবনাথ চৌধরী সহ এলাকার অন্যান্য ব্যবসায়ী, সূধীজন প্রমূখ।
এখানে হিরো হোন্ডার সকল মডেলের মটরসাইকেল পাওয়া যাবে। যা নগদ ও সহজ
কিস্তিতে বিক্রয় করা হবে বলে দেশ মটরস্ধসঢ়; এর পক্ষ থেকে জানানো হয়েছে।
মধইল বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক
নির্বাচনে পিন্টু সভাপতি শামিম সাঃ সম্পাদক
নির্বাচিত হন ।
পত্নীতলায় মধইল বাজার
ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন/১৯ শনিবার মধইল বাজারের নিউ আল
ইনসাফ ইসলামী একাডেমী ভবনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা
পর্যন্ত ভোটারদের বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ভোট দিতে দেখাগেছে।
নির্বাচনে আখতারুজ্জামান পিন্টু সভাপতি ও শফিকুল ইসলাম শামীম সাধারন
সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১১সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি পদে মোঃ লোকমান,
সহ-সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ পদে মোঃ একরামুল লেবু,
সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মানিক শাহ, আঃ
সালাম, নুরুল ইসলাম।
নির্বাচন প্রিজাইডিং অফিসার কৃষ্ণপুর কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান,
মধইল বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য সংখ্যা ৫৭৬জন। নির্বাচনে
আখতারুজ্জামান পিন্টু ২০৬ ভোট পেয়ে সভাপতি ও শফিকুল ইসলাম শামিম ৩১১ ভোট
পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন
হয়েছে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলো, প্রধান নির্বাচন পরিচালক ইসমাইল
হোসেন, সহকারী নির্বাচন পরিচালক আক্কাস আলী, ইলিয়াস আহম্মেদ, শাহাজান
আলী, মোঃ সাহানুর, আতোয়ার চৌধুরী, রুহুল আমিন, আতাউর রহমান।