মোঃ হারুন অর রশিদঃ প্রকাশকও সম্পাদকঃ আজকের সত্য সংবাদঃ।
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস শ্রদ্ধা তোমায় শ্রদ্ধা” হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্বাঞ্জলি অর্পন করি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালীর অগ্রযাত্রায় যুক্ত হলো আরেকটি সাফল্যের গৌরবগাঁথা। বাংলাদেশ বিজয়ের মাসে দেখিয়ে দিল আমরা নিজ পায়ে দাঁড়াতে পারি।
পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি জাতির এগিয়ে যাওয়ার প্রতীক ও সারা বিশ্বের মাঝে বাঙালীর বাংলাদেশ আজ জাতির মাথা উঁচু করে দাড়িয়ে কথা বলছে, জয় বাংলা বাংলার জয়।
তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সশ্রদ্ধ ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মোঃ হারুন অর রশিদ । সাপ্তাহিক আজকের সত্য সংবাদঃ প্রকাশকও সম্পাদক , অনলাইন আজকের সত্য সংবাদ , মুক্তখবর24.কম. প্রকাশক ও সম্পাদক. 16BANGLATV চেয়ারম্যান।
দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা চট্টগ্রাম জেলার,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ অনলাইন নিউড পোর্টাল এসোসিয়েশন { বনপা } কেন্দ্রীয় কমিটি ঢাকা যুগ্ন সাধারন সম্পাদক এর পরিবারের পক্ষ থেকে।
Discussion about this post