আজ থেকে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলার কারণে সৌদি সরকারের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ।
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি জানায়, এসময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হওয়ায় রবিবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া, স্থল ও সমুদ্র বন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। অন্তত এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো সৌদি ছেড়ে যেতে পারবে বলে জানা গেছে।
Discussion about this post