নাগরপুর সর্বজন শ্রদ্ধেয় সাপ্লাই সাহেবের নামাজে জানাযা সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় মীর সামছুল হুদা সাপ্লাই সাহেবের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একশত পঁচিশের অধিক ।
তবে তাঁর সঠিক বয়স নিয়ে মতান্তর রয়েছে। এলাকার প্রবীণদের ধারনা তিনি প্রায় ১৫০ বছরের সুদীর্ঘ জীবনকাল পার করলেন । তিনি গতকাল সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা এর সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাদ যোহর নাগরপুর উপজেলার হাসপাতাল মাঠে মরহুমের জানাজার নামাজ অধ্যক্ষ আব্দুস ছালাম আনছারির ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে। উল্লেখ্য মীর সামছুল হুদা সাপ্লাই সাহেবে মানব সেবাই যার ব্রত ।
তিনি সুদীর্ঘ সময় ইসলাম ধর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মানবিক গুণাবলী, ধর্মীয় জ্ঞান ও মানব সেবা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর উচ্চতর দার্শনিক ও জ্ঞানান্বেষী ভাবনা মানব জীবনে কল্যাণ বয়ে আনবে ।
তাঁর লিখিত গবেষণাধর্মী বই দুটি The Economic relativity ও Ultimate Law অনেক পাঠকের জ্ঞান বিকশিত করবে। মরহুমের নামাজে জানাযায় তাঁর সুদীর্ঘ জীবনের উপর স্মৃতিচারণ করেন বিএনপির সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার,
এ কে এম কামরুজ্জামান মনি, মো. মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাপ্লাই সাহেব ছিলেন- সততার উদাহরণ, উচ্চ শিক্ষিত, ৭টি ভাষায় পারদর্শী, ইসলামী চিন্তাবীদ, বিশ্ব শান্তিমিশন,j স্রষ্ঠাতন্ত্রের প্রবর্তক। জানাযা নামাজ শেষে মরহুমের