নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় মীর সামছুল হুদা সাপ্লাই সাহেবের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একশত পঁচিশের অধিক ।
তবে তাঁর সঠিক বয়স নিয়ে মতান্তর রয়েছে। এলাকার প্রবীণদের ধারনা তিনি প্রায় ১৫০ বছরের সুদীর্ঘ জীবনকাল পার করলেন । তিনি গতকাল সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা এর সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাদ যোহর নাগরপুর উপজেলার হাসপাতাল মাঠে মরহুমের জানাজার নামাজ অধ্যক্ষ আব্দুস ছালাম আনছারির ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে। উল্লেখ্য মীর সামছুল হুদা সাপ্লাই সাহেবে মানব সেবাই যার ব্রত ।
তিনি সুদীর্ঘ সময় ইসলাম ধর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মানবিক গুণাবলী, ধর্মীয় জ্ঞান ও মানব সেবা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর উচ্চতর দার্শনিক ও জ্ঞানান্বেষী ভাবনা মানব জীবনে কল্যাণ বয়ে আনবে ।
তাঁর লিখিত গবেষণাধর্মী বই দুটি The Economic relativity ও Ultimate Law অনেক পাঠকের জ্ঞান বিকশিত করবে। মরহুমের নামাজে জানাযায় তাঁর সুদীর্ঘ জীবনের উপর স্মৃতিচারণ করেন বিএনপির সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার,
এ কে এম কামরুজ্জামান মনি, মো. মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাপ্লাই সাহেব ছিলেন- সততার উদাহরণ, উচ্চ শিক্ষিত, ৭টি ভাষায় পারদর্শী, ইসলামী চিন্তাবীদ, বিশ্ব শান্তিমিশন,j স্রষ্ঠাতন্ত্রের প্রবর্তক। জানাযা নামাজ শেষে মরহুমের