ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লামা শাখার বর্ষ্পূর্তি্ পালিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লামা শাখা প্রতিষ্ঠার এক বছর পার করলো ।এ উলক্ষ্যে ২৩ ডিসেম্বর বুধবার ইসলামী ব্যাংক লামা শাখা কার্যালয়ে কেক কেটে বর্ষ্পূর্তি্ অনুষ্ঠান করা হয় ।

শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মনিরুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  আলীকদম জোনের উপ- অধিনায়ক মেজর ইমতিয়াজ জামান চৌধুরী ।

অনুষ্ঠানে বক্তব্য দেন লামা পৌর মেয়র  মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, প্রেসক্লাব  সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, রিপোর্টা্র ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মাতামুহুরী ‍ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ রফিক উদ্দিন